Yesterday

নিপাতনে সিদ্ধ সরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি:সহজে মনে রাখার উপায় ও উদাহরণ

সংজ্ঞা : কতকগুলো সন্ধি আছে যেগুলো নিয়ম অনুসারে হয় না, অথচ শুদ্ধ বলে প্রচলিত, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন-

গো + অক্ষ = গবাক্ষ, প্র + উঢ় = প্রৌঢ়, মনস + ঈষা = মনীষা, গো + অস্থি = গবাস্থি, তিল + এক = তিলেক ইত্যাদি।

✅ নিপাতনে সিদ্ধ সন্ধিকে প্রধানত ২ভাগে ভাগ করা যায়। যথা -

১। নিপাতনে সিদ্ধ সরসন্ধি।

২। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

নিপাতনে সিদ্ধ সরসন্ধি :

সংজ্ঞা : স্বরসন্ধির নিয়ম না মেনে যে সকল সন্ধি হয় সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ :

গো + অক্ষ = গবাক্ষ,কুল + অটা = কুলটা,অর্ধ + এক = অর্ধেক

সম্পূর্ণ পড়তে এখানে ক্লিককরুন