March 21
আপনাকে বড় বলে বড় সেই নয় ভাবসম্প্রসারণ - ২টি
মূলভাব : এ নশ্বর পৃথিবীতে মানুষ অনন্তকালে বেঁচে থাকতে পারে না। কিন্তু কল্যাণধর্মী কাজের মধ্য দিয়ে সে চিরকাল মানুষের মনে বেঁচে থাকতে পারে।
সম্প্রসারিত ভাব : সৎ ও মহৎ মানুষেরা জগতের কল্যাণ সাধনের মধ্য দিয়ে জগতে কীর্তি রেখে গেছেন। নিজেকে বড় বলে জাহির করলে বড় হওয়া যায় না; বড় হতে হলে মানুষকে ভালবাসতে হয়, মানুষের কল্যাণে কাজ করে যেতে হয় । তবেই মানুষ তাকে বড় বলে স্বীকৃতি দেয় ।
মনুষ্যত্ব, মানুষের প্রতি সহানুভূতি, সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি গুণের মাধ্যমে মানুষ মানুষের মনে স্থান করে নিতে পারে । আত্ম-স্বার্থকে বিসর্জন দিয়ে জাতীয় বৃহত্তর স্বার্থকে যে প্রতিষ্ঠা করতে পারে সে-ই বড় হতে পারে। আত্মগর্বে গর্বিত হয়ে কেউ বড় হতে পারে না ।