January 24, 2024

নিউক্লিওপ্লাজম কাকে বলে? গঠন,কাজ।সাইটোপ্লাজমের সাথে পার্থক্য

সংজ্ঞা :- নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। এর অপর নাম ক্যারিওমরফ।

নিউক্লিওপ্লাজম এর গঠন :

১। ইহা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ ও ঘন তরল পদার্থ ।

২। রাসায়নিকভাবে ইহা প্রোটিন, নিউক্লিয়িক অ্যাসিড ও কিছু এনজাইম দিয়ে গঠিত।

৩। এরা নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস। নিউক্লিয়াস, নিউক্লিওলাস ও ক্রোমোসোম এতে অবস্থান করে ।

নিউক্লিওপ্লাজম এর কাজ : -

১। নিউক্লিওলাস ও ক্রোমাটিন ধারণ করা।

২। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সহায়তা করা।

৩। নিউক্লিয়াসের প্রয়োজনীয় এনজাইমের আধার হিসেবে কাজ করা।

আরও পড়ুন