February 20

বিশেষণ পদ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত

সংজ্ঞা : যে পদ দ্বারা অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ পদ বলে। যেমন- হাবিব ভালো ছেলে। এ বাক্যে ‘ভালো’ শব্দটি হাবিবের গুণ প্রকাশ করেছে। তাই এটি বিশেষণ পদ।

বিশেষণ পদের শ্রেণীবিভাগ :

বিশেষণ পদ দুই প্রকার। যথা —
১. নাম বিশেষণ ও
২. ভাব বিশেষণ।

১। নাম বিশেষণ : যে বিশেষণ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন — সুন্দরী বালিকা, নীল আকাশ, কাল মেঘ, হতভাগ্য রহিম ইত্যাদি।

নাম বিশেষণের শ্রেণীবিভাগ :

নাম বিশেষণ অনেক প্রকার হয়ে থাকে। যেমন-

  • গুণবাচক : ভাল মেয়ে, সৎলোক ইত্যাদি।
  • সংজ্ঞাবাচক : টাংগাইলের তাঁতের শাড়ি, বাংলার স্বাধীনতা ইত্যাদি ।
  • অবস্থা বাচক : দুর্বল লোক, উড়ন্ত বিমান, খরস্রোতা নদী ইত্যাদি ।
  • সংখ্যাবাচক : পাঁচ টাকা, সাতদিন, বার বছর ইত্যাদি।
  • উপাদান বাচক : রেশমী চুড়ি, মেলামাইনের বাসন পত্র ইত্যাদি।
  • রূপ বাচক : লাল গোলাপ, শ্যামল মাঠ ইত্যাদি ।

আরও পড়ুন