April 16, 2024

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ - ৩টি 

মূলভাব : মানুষকে পরনির্ভরশীলতা কাটিয়ে আত্মশক্তিতে বলীয়ান হয়ে উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করাই শিক্ষার উদ্দেশ্য।

সম্প্রসারিত ভাব : যে শিক্ষা মানুষকে আত্মশক্তি অর্জনে সহায়তা করে না, সে শিক্ষা মূল্যহীন। মনুষ্যত্ব লাভের একমাত্র উপায় হল শিক্ষা গ্রহণ । মানবজীবনকে বিকশিত করে তোলাই শিক্ষার কাজ। মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। তার মধ্যে সুপ্ত রয়েছে মেধা, সৃজনশীল ক্ষমতা এবং অন্তর্দৃষ্টি । উপযুক্ত শিক্ষা পেলে এ সুপ্ত গুণাবলির বহিঃপ্রকাশ সম্ভব । যারা অজ্ঞ তারা কখনো এর সন্ধান পায় না।

এ গুণাবলি মানুষের অন্তর্নিহিত সম্পদ। একমাত্র শিক্ষাই পারে মানুষের এই অন্তর্নিহিত গুণাবলিকে জাগ্রত করে তাকে আত্মশক্তিতে বলীয়ান হয়ে পরনির্ভরশীলতা এড়াতে । তাই মানুষকে আত্মশক্তিতে বলীয়ান হতে হলে জীবনকে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে। আর এ শিক্ষার সাথে বাস্তবের সংযোগ থাকতে হবে। বাস্তবতা বর্জিত শিক্ষা অর্থহীন ।

সম্পূর্ণ পড়ুন