December 4, 2023

কর্মমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষা -রচনা [Class - 6, 7, 8 ,9 ,10]

উপস্থাপনা'ঃ

“শিক্ষাই জাতির মেরুদণ্ড।” শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দান করে, সমাজ থেকে কু-সংস্কার দূর করে, মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি ও সভ্যতাকে করে সমৃদ্ধ। তাই শিক্ষা জীবনের সাথে সম্পৃক্ত। জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষাই কর্মমুখী শিক্ষা। আজ পৃথিবী দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই তা সম্ভব হচ্ছে। কর্মের জন্যই আজ বিশ্বে কর্মমুখী শিক্ষা অতীব প্রয়োজনীয় ।

কর্মমুখী শিক্ষা ঃ

যে শিক্ষা ব্যবস্থায় মানুষ কোন একটা বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করে জীবিকার্জনের যোগ্যতা অর্জন করে, তাই কর্মমুখী শিক্ষা। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বেকার সমস্যার সমাধান দিতে পারছে না। তাই দিন দিন শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে । এ সমস্যার মোকাবেলা করতে হলে কর্মমুখী শিক্ষা চালু করা অতীব প্রয়োজন ।

কর্মমুখী শিক্ষার প্রকারভেদ ঃ

কর্মমুখী শিক্ষা দুই প্রকার। এদের একটি হল-ডাক্তার, প্রকৌশলী এবং কৃষিবিদ যারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ নিয়ে উচ্চ ডিগ্রী লাভ করে। তারা ইচ্ছেমত স্বাধীন পেশায় নিয়োজিত হতে পারে। চাকরির আশায় তাদেরকে বসে থাকতে হয় না। অপরটি প্রাথমিক কিংবা মাধ্যমিক শিক্ষা।

এ শিক্ষায় শিক্ষিত হলে কারোরই খাওয়া-পরার ব্যাপারে ভাবতে হয় না । এ জাতীয় শিক্ষার মধ্যে-ধাত্রী বিদ্যা, সেলাই কাজ, কাঠমিস্ত্রীর কাজ, দর্জির কাজ, ছাপাখানার কাজ, বই বাঁধাই, বিদ্যুতের কাজ, টেলিভিশন-বেতার-মোটর মেরামতের কাজ, ওয়েল্ডিং এর কাজ, কারখানায় শ্রমিকের কাজ ইত্যাদি উল্লেখযোগ্য ।

Read more