November 28, 2023

শিক্ষা সফর - বাংলা রচনা class 6, 7, 8, 9, 10

উপস্থাপনা :

'আমি তখন আছি যখন আমি গতিমান

যখনি হারাই গতি আমি আর নাই ।

কবির কণ্ঠে উচ্চারিত চরণ দুটি চির সত্য । মানব জীবনে স্থিতির মূল্য নেই। গতিশীলতাই মানব জীবনকে দান করে মহিমা ও গৌরব। মুসলমানের ধর্মে 'সফরের' নির্দেশ রয়েছে। এ সফর নিছক সফর নয় । এটি শিক্ষা সফর। সৃষ্টি জগতে নিহিত অফুরন্ত নিয়ামত ও রহস্য ভাণ্ডার মানুষকে হাতছানি দিয়ে ডাকে।

এ ডাকে সাড়া দিতেই শিক্ষা সফর। শুধু বই পড়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় না । সফরের মাধ্যমে অপূর্ণ জ্ঞানকে পূর্ণতা দান করা হয়। শিক্ষা সফর নিছক আনন্দের জন্যে নয়, এ সফরের উদ্দেশ্য থাকবে দেহ মনের অবসাদ দূর এবং একঘেয়েমি ভাব পরিহার করে স্রষ্টার সৃষ্ট জগতের মহিমা ও কলাকৌশল উপভোগ করা।

শিক্ষা সফরের উদ্দেশ্য :

প্রাচীর ঘেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত শিক্ষা আদান-প্রদানের সীমিত ক্ষেত্র। এ ক্ষেত্রের বাইরে স্রষ্টার বিশাল জগৎ রয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যভূক্ত বইতে এ বিশাল জগতের খবর আমরা শুনতে পাই, কিন্তু উপভোগ করার ক্ষমতা ও অভিজ্ঞতা লাভের সুযোগ আমাদের কোথায়? তাই আসতে হয় বাইরে। এ বাইরে আসার নামই শিক্ষা সফর।

অচেনা-অজানাকে আপন করে জানার লক্ষ্যে শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের সর্বাঙ্গীন বিকাশ। ইতিহাস, ভুগোল, অর্থনীতি, জ্যামিতি, সাহিত্য, বিজ্ঞান পড়ে শুধু জানা যায়, জ্ঞানও অর্জিত হয় কিন্তু জ্ঞানের পূর্ণতা লাভ করা যায় না। জ্ঞানের পরিধি বাড়ানো এবং জ্ঞানকে বিকশিত ও পূর্ণতা দানের জন্যে প্রয়োজন শিক্ষা সফর ।

Read more