February 10, 2024

বাংলাদেশের উৎসব - রচনা ( ২০ পয়েন্ট )

উপস্থাপনা :-

“একদিন ঠিক মাটিতে হারাবে তুচ্ছ জীবন-নদী,

তার আগে সখী কোনো ক্ষতি নেই উৎসব করি যদি”

গানের সুরের মতো আনন্দ উৎসবের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর রূপবৈচিত্র্যে এ দেশ যেমন সৌন্দর্যময়, উৎসব আয়োজনেও তেমনি আকর্ষণীয়। সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক নানা উৎসব আনন্দে সারা বছরই মাতোয়ারা থাকে এ দেশের অধিবাসীরা ।

উৎসবের সংজ্ঞা :-

আভিধানিক দৃষ্টিকোণে উৎসব বলতে আনন্দময় অনুষ্ঠানকে বোঝায়। অর্থাৎ যে সামাজিক সাম্প্রদায়িক বা পারিবারিক সমাবেশ থেকে সুখ, আনন্দলাভ করা যায় তাকে উৎসব বলে । তাছাড়া দেশব্যাপী সংঘটিত বড় ধরনের অনুষ্ঠানকে উৎসব বলা হয়ে থাকে। বাংলাদেশের উৎসবগুলোকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যেমন- ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, পারিবারিক উৎসব, বরেণ্য ব্যক্তিদের স্মরণে আয়োজিত উৎসব ইত্যাদি ।

উৎসবের প্রকারভেদ:-

উৎসব নানা ধরনের। ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, পারিবারিক উৎসব। উৎসবের রূপও ভিন্ন ভিন্ন ধরনের কোথাও খেলাধুলার মাধ্যমে উৎসব, কোথাও পিকনিকের উৎসব, কোথাও ভ্রমণের উৎসব। এ সবকিছুকে একসঙ্গে পাওয়া যায় তেমন উৎসব খুব বিরল।

ধর্মীয় উৎসব :-

বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলোর অন্যতম হলো- মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা পার্বণ, খ্রিস্টানদের বড়দিন, গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হলো ওয়ানগালা, চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু ইত্যাদি।

আরও পড়ুন