July 1, 2024

ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদপেশি কাকে বলে।এদের গঠন, কাজ, বৈশিষ্ট্য

সংজ্ঞা : যে সকল পেশী স্বেচ্ছায় সংকোচনশীল হতে পারে তাদেরকে ঐচ্ছিক পেশী বলা হয়।

ঐচ্ছিক পেশীর গঠন বৈশিষ্ট্য :

ঐচ্ছিক পেশী প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। ঐচ্ছিক পেশী টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত হয় । এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে । এই পেশী দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে। এ পেশীকে ডোরাকাটা বা কঙ্কাল পেশীও বলে ।

অবস্থান : ঐচ্ছিক পেশী অস্থিতন্ত্র সংলগ্ন থাকে। যেমন- মানুষের হাড় ও পায়ের পেশীসমূহ ।

ঐচ্ছিক পেশীর কাজ কাজ :

এটা বিভিন্ন অস্থির ঐচ্ছিক নড়াচড়া নিয়ন্ত্রণ করার মাধ্যম বিভিন্ন অঙ্গের সঞ্চালন এবং চলন নিয়ন্ত্রণ করে ।

সম্পূর্ণ পড়ুন