January 26, 2024
গ্রীষ্মকাল - বাংলা রচনা : ক্লাস ৩, ৪, ৫
ভূমিকা:
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকাল প্রথম । পহেলা বৈশাখে নববর্ষের উৎসবের মধ্য দিয়ে গ্রীষ্মের আগমন হয় । গ্রীষ্মকাল আসে খাঁ খাঁ রোদ আর কালবৈশাখী ঝড় নিয়ে ।
সময়কাল:
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে গ্রীষ্মকাল। বৈশাখের রুদ্র-রুক্ষ পরিবেশ প্রকৃতিকে অনেকটা বিবর্ণ করে তোলে ।
প্রকৃতির রূপ:
গ্রীষ্মকালে দিনের বড় সময়জুড়ে থাকে কাঠফাটা রোদ। এ ঋতুতে দিন বড় আর রাত ছোট হয়। প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। নদী-নালা, খাল-বিল, জলাশয়ের পানি অনেকটাই শুকিয়ে যায়। মাঠ ফেটে হয় চৌচির। প্রকৃতি এ সময় প্রাণহীন হয়ে পড়ে। মাঝে মাঝে সন্ধ্যা বা রাতে বজ্রসহ বৃষ্টি নিয়ে আসে সাময়িক শীতল ছোঁয়া ।