শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা -বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা:
সমগ্র বিশ্ব-প্রকৃতি একটা সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা ও নিয়মের বন্ধনে আবদ্ধ। গ্রহ-নক্ষত্রের ঘূর্ণন, পরিক্রমা, সূর্যোদয়, সূর্যাস্ত, ঋতু পরিবর্তন সবকিছুই নিয়মের অধীন। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা আছে বলে মহাবিশ্বের যাবতীয় কর্মকাণ্ড অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। মহাবিশ্বের মতো মানবজীবনেও শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অত্যন্ত প্রয়োজনীয় ।
নিয়ম-শৃঙ্খলার গুরুত্ব:
মানুষ সামাজিক জীব। তাই তারা একাকী বাস করতে পারে না। পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে মানুষকে বাঁচতে হয়। সমাজে বসবাস করতে হলে মানুষকে সবরকম সামাজিক নিয়ম-কানুন মেনে চলতে হয়। পরিবার, সমাজ, রাষ্ট্র ও সংঘ প্রতিটি প্রতিষ্ঠান কোনো না কোনো নিয়মের অধীন। নিয়ম-শৃঙ্খলা বিঘ্নিত হলে অশান্তি, অরাজকতা দেখা দেয় এবং পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় বন্ধন বিপর্যস্ত হয়।
নিয়ম-শৃঙ্খলা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। ব্যক্তিগত ও জাতীয় জীবনে উন্নতির জন্যে প্রয়োজন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। কাজেই সামাজিক, পারিবারিক, রাজনৈতিক জীবনে; খেলার মাঠে, যুদ্ধক্ষেত্রে, কলকারখানায়, স্কুল-কলেজ সর্বত্রই নিয়ম- শৃঙ্খলা পালন করে চলা উচিত ।