February 9, 2024

রোজা ভঙ্গের কারণ এবং রোযা অবস্থায় যেসব কাজ বৈধ ও অবৈধ

ভূমিকা ঃ রোযা হচ্ছে মানবের আধ্যাত্মিক পরিশুদ্ধির একমাত্র মাধ্যম। এই অসাধ্য কাজ সাধন করতে হলে সাময়িক ত্যাগ স্বীকার করতে হয় এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হয় ।

যে যে কারণে রোযা ভঙ্গ হয় ঃ

নিম্নলিখিত কারণে রোযা ভঙ্গ হলে রোযার পরিবর্তে রোযাই রাখতে হবে। কাফফারা দিতে হবে না ।

১. কোন অখাদ্য বস্তু খেয়ে ফেললে। যেমন- পাথর, লোহার টুকরা ইত্যাদি।

২. ভুলক্রমে কোন কিছু খেতে আরম্ভ করে রোযা নষ্ট হয়েছে মনে করে পুনরায় আহার করলে।

৩. পেশাব পায়খানার রাস্তায় ওষুধ বা অন্য কিছু প্রবেশ করালে ।

৪. রাত মনে করে সুর্যাস্তের পূর্বেই ইফতার করলে ।

৫. সন্ধ্যা মনে করে সূর্যাস্তের পূর্বেই ইফতার করলে ।

৬. ধূম পান করলে ।

৭. মুখে বমি এনে পুনরায় তা পেটে প্রবেশ করলে।

৮. দাঁতের ফাক হতে কোন খাদ্যকণা বের করে খেয়ে ফেললে ।

৯. বৃষ্টির পানি মুখে পড়লে তা গিলে ফেললে ।

১০. শরীরের কোন ক্ষতস্থানে ওষুধ লাগানোর দরুন তা ভেতরে পৌঁছলে ।

১১. নাকে বা কানে তরল ওষুধ প্রবেশ করালে ।

১২. শরীরে ওষুধ প্রবেশ করালে তা অভ্যন্তরে পৌঁছলে ।

১৩. স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার কারণে বীর্যপাত হলে ।

আরও পড়ুন