September 4, 2023

স্বাবলম্বন অথবা আত্মনির্ভরশীলতা বাংলা রচনা  

উপস্থাপনা ঃ

অন্যের ওপর নির্ভুল না করে নিজের চেষ্টায় নিজের ওপর নির্ভর করতে শেখার নামই আত্মনির্ভরশীলতা বা স্বাবলম্বন । ইংরেজিতে একটি কথা আছে- "Self help is the best help." অর্থাৎ "স্বাবলম্বনই সর্বশ্রেষ্ঠ অবলম্বন।”

স্বাবলম্বনের প্রয়োজনীয়তা

জীবনে উন্নতি এবং সফলতার স্বর্ণমৃগ করায়ত্ত করতে হলে নিজের পায়ে দাঁড়িয়ে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে। স্বাবলম্বনের দ্বারাই মানুষের দৈহিক ও মানসিক শক্তির বিকাশ ঘটে। স্বাবলম্বী ব্যক্তির বুদ্ধি পরনির্ভরশীল ব্যক্তির বুদ্ধি অপেক্ষা তীক্ষ্ণ ও যুক্তিগ্রাহ্য। মানবজীবনে স্বাবলম্বনই উন্নতির সোপান।

ব্যক্তিগত জীবনে স্বাবলম্বনের গুরুত্ব ঃ

ইংরেজিতে একটি কথা আছে-“God helps those who help themselves"- “অর্থাৎ আল্লাহ তাকে সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে।" স্বাবলম্বন হচ্ছে নিজেকে অবলম্বন। ব্যক্তিগত জীবনের বিকাশ ও মনুষ্যত্বের পরিস্ফুটনে স্বাবলম্বন গুরুত্বপূর্ণ দিক। মানবজীবনের কল্যাণের উত্তরণে ব্যক্তিগত প্রচেষ্টা, উদ্যম ও প্রতিভার মূল্য স্বতন্ত্র । অপর ব্যক্তির পিঠে ঠেস দিয়ে সামনের দিক অগ্রসর হওয়ার পেছনে কোন মাহাত্ম্য নেই।

জাতীয় জীবনে স্বাবলম্বনের গুরুত্ব ঃ

Read more