বৃত্তিমূলক শিক্ষা : বাংলা রচনা । Sikkhagar
উপস্থাপনা :
যে কোনো জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। এ শিক্ষা সাধারণত দু'প্রকার। যেমন সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা । সভ্য মানুষ হিসেবে সমাজে বাস করতে হলে প্রত্যেক মানুষকে কতকগুলো মৌলিক বিষয়ে পূর্ণ জ্ঞান অর্জন করতে হয়। যেমন- সাধারণ মানবীয় গুণ, সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য, স্বাস্থ্যরক্ষা বিধি প্রভৃতি।
এগুলো সাধারণত শিক্ষার অন্তর্ভূক্ত করা যায়। বৃত্তিমূলক শিক্ষা বলতে যে শিক্ষা দ্বারা মানুষ জীবিকা অর্জনে কোনো বিশেষ বৃত্তি বা পেশা সম্বন্ধে হাতে কলমে শিক্ষা লাভ করে তাকেই বোঝায়। যেমন- ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, শিল্প, ব্যবসার-বাণিজ্য প্রভৃতি ।
বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ঃ
বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। বৃত্তিমূলক শিক্ষা ব্যতীত কোনো জাতিই বৈষয়িক উন্নতি লাভ করতে পারে না। পাশ্চাত্য দেশগুলোর উন্নতির মূল কারণ হচ্ছে সেসব দেশে পরিচালিত বৃত্তিমূলক শিক্ষা । আমাদের দেশে উচ্চশিক্ষা লাভ করেও শিক্ষিত সম্প্রদায় জীবিকা অর্জন করতে পারছে না। ক্রমেই ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে চলেছে ।
ফলে আমাদের সমাজ জীবনে দিন দিন দারুণ হতাশার সৃষ্টি হচ্ছে।এ অবস্থা হতে জাতিকে মুক্তি দিতে হলে বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রচলন দরকার। একমাত্র বৃত্তিমূলক শিক্ষাই প্রযুক্তি, কৃষি, শিল্প সর্বক্ষেত্রে ব্যাপক সাফল্য এনে দিতে পারে ।