August 15, 2023
দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ ব্যাখ্যা
সংজ্ঞা :- যে সমাসে সমান বিভক্তি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় এবং প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে।
দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ ঃ
দ্বন্দ্ব সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায় । যথা-
১. সমার্থক দ্বন্দ্ব ঃ যে দ্বন্দ্ব সমাসে ভিন্নার্থক শব্দের সংযোগ না বুঝিয়ে অনুরূপ অর্থবোধক শব্দের সংযোগ বুঝায়, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে । অর্থাৎ যে সমাসে পূর্বপদ ও উত্তরপদ সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যে.মন- হাট ও বাজার = হাটবাজার, খাতা ও পত্র = খাতাপত্র ইত্যাদি।
২. সহচর দ্বন্দ্ব : এ জাতীয় সমাসের পূর্বপদ ও পরপদ প্রায় সমার্থক হয়। যেমন- কাপড় ও চোপড় = কাপড়-চোপড়, পোকা ও মাকড় = পোকা-মাকড় ইত্যাদি ।