February 7, 2024
রচনা : ছাত্র জীবন - Class 3, 4, 5
সূচনা:
মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের সময়টিই হচ্ছে ছাত্রজীবন। ছাত্রজীবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ, এ সময়ই মানুষের পরবর্তী জীবনের ভিত তৈরি হয়।
ছাত্রজীবনের গুরুত্ব:
ছাত্রজীবনের সুশিক্ষা ভবিষ্যৎ জীবনের পাথেয়। আমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশেই ছাত্রজীবনের ওপর নির্ভর করে, তাই কোনোভাবেই ছাত্রজীবনকে অবহেলা করার সুযোগ নেই ।
ছাত্রজীবনের কর্তব্য:
ছাত্রজীবনের প্রথম ও প্রধান কর্তব্য সঠিকভাবে লেখাপড়া করা। এ সময় ছাত্রদের উচিত নিয়ম-শৃঙ্খলা মেনে চলা ও আদর্শ জীবন গঠন করা। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা যাবে না। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের উপদেশ ও আদেশ মেনে চলতে হবে। ছাত্রজীবনেই প্রাথমিকভাবে জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে ।