February 6

স্কুলে চাকরির জন্য আবেদন পত্র(শিক্ষক ও সহকারী শিক্ষক)

মনে কর, তোমার নাম রেজাউল করিম। তোমার বাড়ি ভৈরব উপজেলায়। তোমার উপজেলায় ‘ শিক্ষক’ পদে নিয়োগের একটি বিজ্ঞাপন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। উক্ত পদে স্কুলে চাকরির জন্য আবেদন পত্র লেখো ।

১৮ ফেব্রুয়ারি ২০২..ইং
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল দিনাজপুর ।
বিষয়: শিক্ষক পদে নিয়োগের আবেদন ।

জনাব
১৬ ফেব্রুয়ারি, ২০২.. ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার বিজ্ঞাপন দেখে জানতে পারলাম, আপনার স্কুলে প্রাথমিক শাখায় একজন শিক্ষক নিয়োগ করা হবে। এ আবেদনপত্রটির সঙ্গে আমার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করছি —

আরও দেখুন