February 18, 2024

রচনা : নিরাপদে চলাচল 

সূচনা :-

মানুষের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হলো তার জীবন। মানুষের এ মূল্যবান জীবনের জন্য প্রয়োজন নিজস্ব সচেতনতা।

রাস্তাঘাটে চলাচলের নিয়ম :-

রাস্তায় চলাচল করার সময় আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলা উচিত। আমাদের দেশে রাস্তায় দুই ধরনের ট্রাফিক বাতি আছে। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। তখনই রাস্তা পারাপার হওয়া উচিত।

অপরটি হলো সবুজ বাতি। সবুজ বাতি জ্বললে যানবাহন চলাচল শুরু করে । এ সময় অবশ্যই রাস্তা পারাপার থেকে বিরত থাকতে হবে।

জেব্রাক্রসিং :-

মানুষের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য স্থানে স্থানে সাদা-কালো দাগ টানা থাকে। এ জায়গাগুলোকে জেব্রাক্রসিং বলে । রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রাক্রসিং দিয়ে পার হওয়া উচিত।

আরও পড়ুন