February 14, 2024

ঘোড়া রচনা - ২টি (একটা ছোট একটা বড়)

সূচনা :-

চতুষ্পদ প্রাণীর মধ্যে গরুর পর ঘোড়াও মানুষের জন্য অত্যন্ত উপকারী। ঘোড়া দেখতে সুন্দর, কাজে পটু এবং প্রভুভক্ত।

আকৃতি :-

ঘোড়ার সারা গা মসৃণ লোম দ্বারা আবৃত। এদের কান খাড়া, মুখ লম্বা। ঘোড়ার কপালের উপরে ও ঘাড়ের লোম লম্বা হওয়ায় মুখের আকৃতি বেশ সুন্দর দেখায় ।

জাতি বা শ্ৰেণী :-

পৃথিবীতে নানা জাতির ঘোড়া দেখতে পাওয়া যায়। আরবের ঘোড়া সবচেয়ে শক্তিশালী, অস্ট্রেলিয়ার ঘোড়া আকারে সবচেয়ে বড়। ঘোড়া সাদা, কালো, ধূসর প্রভৃতি বর্ণের হয়ে থাকে। এরা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাঁচে।

প্রকৃতি :-

ঘোড়া বনের মধ্যে দলবদ্ধ হয়ে বাস করে। বন্য ঘোড়া অশান্ত প্রকৃতির, তবে এরা সহজেই পোষ মানে। ঘোড়া অত্যন্ত প্রভুভক্ত, দ্রুতগামী ও কষ্টসহিষ্ণু। ঘোড়া দাঁড়িয়ে নিদ্রা যায়।

আরও পড়ুন