January 23, 2024
সুন্দরবন - রচনা : Class 3, 4, 5 | ২টি
সূচনা :
আমাদের জন্মভূমি বাংলাদেশ এক অদ্ভুত সুন্দর দেশ। এখানে রয়েছে পাহাড়, নদীনালা, সমুদ্র, বন। সুন্দরবন বাংলাদেশের বৃহত্তর বন। এটি পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বন ।
অবস্থান :
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। তবে এর বেশিরভাগই সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় অবস্থিত
আয়তন :
সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গকিলোমিটার। সুন্দরবনের ৬২ শতাংশ রয়েছে বাংলাদেশে যার আয়তন ৬,০১৭ বর্গকিলোমিটার।
উদ্ভিদ :
সুন্দরবনে রয়েছে হাজারো রকমের গাছপালা। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া প্রভৃতি বৃক্ষ এখানে প্রচুর জন্মে। এছাড়া রয়েছে গোলপাতা। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী গাছের নাম অনুসারে এ বনের নাম রাখা হয়েছে সুন্দরবন।