February 8

পদ কাকে বলে? কত প্রকার কী কী উদাহরণ সহ বিস্তারিত

ব্যাকরণশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পদ। প্রাণীরা যেমন পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি বাক্যও পদের ওপর নির্ভরশীল। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দই পদের অন্তর্ভুক্ত। নিচে পদ ও এর প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করা হলো :

পদ কাকে বলে ?

সংজ্ঞা : বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে ‘পদ’ বলে। যেমন- শহিদ ক্রিকেট খেলে। এ বাক্যটিতে ‘শহিদ’, ‘ক্রিকেট’ ও ‘খেলে’ শব্দগুলো এক একটি পদ।

পদ প্রকার কী কী

পদ মোট পাঁচ প্রকার । যথা -

  1. বিশেষ্য।
  2. বিশেষণ।
  3. সর্বনাম।
  4. অব্যয়।
  5. ক্রিয়া।

১। বিশেষ্য : যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্ত, প্রাণী, স্থান, সমষ্টি, কাল, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন — ‘মুরাদ’ স্কুলে যায় (ব্যক্তি); ‘দুধ’ পুষ্টিকর খাদ্য (বস্তু); ‘বাঘ’ ভয়ংকর প্রাণী (প্রাণী)।

আরও দেখুন