এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে?গঠন,কাজ,পার্থক্য গলজিবস্তু সাথে
সংজ্ঞা :- কোষের প্লাজমা পর্দা থেকে নিউক্লিয়ার পর্দা পর্যন্ত বিস্তৃত অসংখ্য শাখান্বিত বা শাখাহীন সরু নালিকার মত অঙ্গাণু অনেকটা জালকের মত অবস্থান করে, এগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গঠন :
আকৃতিগত ভাবে এরা তিন ধরনের হয় -
১। শাখাহীন চ্যাপ্টা থলির মত সিস্টারনি ।
২। শাখান্বিত সরু নালিকার মত টিউবিউল।
৩। ডিম্বাকার বা গোলাকার গহ্বরের মত ভেসিল ।
এদের গাত্রে রাইবোসোম-দানা যুক্ত থাকলে এদেরকে অমসৃণ ER বলে; আর রাইবোসোম দানাহীন থাকলে তাদের মসৃণ ER বলা হয় ।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ:
১. ER সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে একে দৃঢ়তা প্রদান করে ।
২. সাইটোপ্লাজমকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে কতকগুলো রাসায়নিক বিক্রিয়াকে সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে সীমাবদ্ধ রাখে।
৩. কোষের ভিতরে ক্ষরণ পদার্থের পরিবহণে অংশ নেয়।
৪. প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে।
৫. এটি লিপিড ও প্রোটিন এর অন্তঃবাহক হিসেবে কাজ করে।
৬. কোষের ভিতর অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থ কে নিষ্ক্রিয় করে।