ভাবসম্প্রসারণ : চকচক করলেই সোনা হয় না - ৩টি
মূলভাব: সোনার ধর্ম চকচক করা কিন্তু যেকোনো চকচক করা বস্তুই সোনা নয় । তেমনই মানুষের বাইরের রূপ দেখে ভেতরের রূপ সম্পর্কে ধারণা লাভ করা যায় না। বাইরে সৌন্দর্যমণ্ডিত ও মিষ্টভাষী মানুষ সবসময় সুন্দর স্বভাব, চরিত্র ও সদগুণের অধিকারী হয় না।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে বস্তুর গুরুত্ব ও মূল্য নির্ধারণের দুটো উপায় রয়েছে। প্রথমত, বস্তুর আকার-আকৃতি দেখে। দ্বিতীয়ত, বস্তুর গুণাগুণ যাচাই করে । এক্ষেত্রে প্রথমোক্ত উপায়ে বস্তুর গুরুত্ব ও মূল্য যাচাই করা যায় বটে তবে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ ভিন্ন ভিন্ন মূল্য বা গুরুত্বসম্পন্ন একাধিক বস্তুর আকার-আকৃতি একই রকম হতে পারে।
যেমন: সোনার ধর্ম চকচক করা কিন্তু পৃথিবীতে অনেক স্বল্পমূল্যের জিনিসও সোনার মতো চকচক করে সেসব স্বল্পমূল্যের জিনিসকে সোনার মতো মূল্যবান মনে করা হলে তা ভুল বলে গণ্য হবে। তাই বস্তুর মূল্য নিরূপণ ও গুরুত্ব নির্ধারণের জন্যে বস্তুর বাহ্য রূপের পাশাপাশি গুণাগুণও বিচার করা উচিত।
আমাদের সমাজেও এমন অনেকের সৌন্দর্য ও সুমিষ্ট কথা শুনে তাদের ভালো মানুষ বলে আখ্যা দেই। বাইরের চেহারা এবং পোশাক-পরিচ্ছদ দেখে অনেক সময় মানুষ চিনতে ভুল করি। কেবল সুন্দর চেহারা এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করলেই মানুষ সচ্চরিত্রের অধিকারী হয় না। যারা আচার- আচরণে এবং চিন্তা ও কর্মে মহৎ তারাই প্রকৃত মানুষ ।