May 29, 2024

ভাষা ও বাংলা ভাষা ( MCQ ) - পর্ব - ২

৫১। 'পাউরুটি' শব্দটি কোন ভাষার?

(ক) পর্তুগিজ।

(খ) ফারসি।

(গ) গুজরাটি।

(ঘ) পাঞ্জাবি।

Answer : (ক) পর্তুগিজ।

৫২। 'বালতি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) ফরাসি।

(খ) পর্তুগিজ।

(গ) গুজরাটি।

(ঘ) ওলন্দাজ।

Answer : (খ) পর্তুগিজ।

৫৩। ফরাসি শব্দ কোনটি?

(ক) হরতাল।

(খ) পাদ্রি।

(গ) তোপ।

(ঘ) কুপন।

Answer : (ঘ) কুপন।

৫৪। ‘রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

(ক) ইংরেজি।

(খ) জাপানি।

(গ) ওলন্দাজ।

(ঘ) ফরাসি।

Answer : (ঘ) ফরাসি।

৫৫। 'হরতাল' কোন ভাষার শব্দ?

(ক) ওলন্দাজ।

(খ) তুর্কী।

(গ) হিন্দি।

(ঘ) গুজরাটি।

Answer : (ঘ) গুজরাটি।

৫৬। তামিল ভাষার শব্দ কোনটি?

(ক) পেট।

(খ) কুলা।

(গ) চুলা।

(ঘ) কুড়ি।

Answer : (ক) পেট।

৫৭। 'রিক্সা' কোন ভাষার শব্দ?

(ক) গুজরাটি।

(খ) পাঞ্জাবি।

(গ) তুর্কি।

(ঘ) জাপানি।

Answer : (ঘ) জাপানি।

৫৮। 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?

(ক) তৎসম।

(খ) দেশি।

(গ) বিদেশি।

(ঘ) মিশ্র।

Answer : (ঘ) মিশ্র।

Read More