November 17

বিরাম চিহ্ন কাকে বলে?বিরাম চিহ্ন কয়টি ও ব্যবহারের নিয়ম:উদাহরণসহ

কোন বাক্য পড়া বা লেখার সময় মাঝে-মধ্যে থামতে হয়। এই থামার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোই হল যতি বা বিরাম চিহ্ন। একে ছেদ চিহ্ন বলা হয়। বিরাম-চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ বা ভাব বুঝতে সহজ হয়। বিরাম-চিহ্ন সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বিরাম চিহ্নের বা যতি চিহ্নের সংজ্ঞা :

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বুঝানোর জন্য এবং উচ্চারণের সুবিধার্থে বাক্যের মধ্যে স্থানে স্থানে এবং ভাব অনুযায়ী বাক্যের সমাপ্তিতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়। এগুলোকেই বিরাম চিহ্ন বা যতিচিহ্ন বা ছেদ চিহ্ন বলে। যেমন- কমা(,) সেমিকোলন(;) ড্যাস( — ) ইত্যাদি।বিরাম চিহ্নের বা যতি চিহ্নের প্রকারভেদঃ

বাংলা ভাষায় বিরাম চিহ্নের সংখ্যা অনেক। বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম বা ছেদ চিহ্নগুলো অধিকাংশই ইংরেজি ভাষা থেকে গ্রহণ করা হয়েছে। তাদের নাম ও ইংরেজিতেই রয়ে গেছে। যেমন-

আরও পড়ুন