April 17, 2024

ভাষার দক্ষতা কয়টি ও কি কি এবং ভাষা ও ব্যাকরণের মধ্যে পার্থক্য

ভাষা শিক্ষা সহজসাধ্য নয়। কোনো ভাষা শিক্ষার পর এর ওপর নৈপুণ্য বা দক্ষতা অর্জন আরও আয়াসসাধ্য ব্যাপার। শিশু তার মায়ের মুখে প্রথম ভাষা শুনে এবং তা অনুসরণ করে থাকে এবং প্রাথমিকভাবে তার মায়ের মুখে শোনা ভাষায় তার মনোভাব ব্যক্ত করে। শিশু এ কাজটি হাসতে, খেলতে, চলতে, খেতে-খেতেই শিখে ফেলে। কিন্তু ভাষাকে সর্বাঙ্গীণভাবে আয়ত্ত ও এর ওপর নৈপুণ্য বা দক্ষতা অর্জনের জন্যে কয়েকটি নিয়ামক বা বিষয় কাজ করে। অতএব আমরা বলতে পারি,

ভাষার দক্ষতা মোট ৪টি

  • ১. ভাষা শোনা ৷
  • ২. ভাষা বলা ৷
  • ৩. ভাষা পড়া ৷
  • ৪. ভাষা লেখা ৷

উপর্যুক্ত চারটি বিষয়ের ওপর নির্ভর করে যেমন কোনো ভাষায় দক্ষতা বা নৈপুণ্য অর্জন করা সম্ভবপর। একে একে এসব বিষয়ে আলোচনা করা হলো :

সম্পূর্ণ পড়তে ক্লিক করুন