January 21, 2024

কুফর কাকে বলে? কুফর শব্দের অর্থ কি।কুফর কত প্রকার ও কি কি

উপস্থাপনা : কুফর হচ্ছে ঈমানের বিপরীত। এটা মানুষকে তার মনুষ্যত্বের সীমারেখা থেকে হিংস্রতা, অকৃতজ্ঞতা ও জাহেলিয়াতের অন্ধকারে নিক্ষেপ করে। কুফর মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। আর সৃষ্টিকর্তাকে অস্বীকার করার মনোভাব সত্যিই ভ্রান্ত। মানুষ যেহেতু বিবেকসম্পন্ন প্রাণী, তাই তার মধ্যে এ গুণের সঞ্চার কাম্য নয়।

কুফর শব্দের আভিধানিক অর্থ :

الكفر শব্দটি বাবেنصر -এর মাসদার । যা ك -ف - ر এ মাদ্দাহ থেকে গৃহীত। জিনসে صحيح; এর আভিধানিক অর্থ হচ্ছে -

১. جحود الاحسان তথা অনুগ্রহের অস্বীকার করা।

২. جحود النعمه তথা নেয়ামতের অস্বীকার করা ।

৩. الستر তথা আবৃত করা ।

৪. التغطيه তথা ঢেকে ফেলা ।

৫. ستر الحق তথা সত্যকে গোপন করা ।

৬. الاختفاء তথা লুকিয়ে ফেলা।

৭. الظلمه তথা অন্ধকার।

৮. نقيض ألإيمان তথা ঈমানের বিপরীত।

৯. نقيض الشكر তথা কৃতজ্ঞতার বিপরীত।

১০. البغض তথা হিংসা।

১১. الانكار অস্বীকার করা।

১২. الاقتناع তথা বিরত থাকা ।

১৩. العصيان তথা অবাধ্যতা ইত্যাদি ।

সংজ্ঞা :- ইসলামি পরিভাষায় আল্লাহ পাকের অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে।

অনুরূপভাবে ইসলামের যেসব মূল বিষয়ের প্রতি বিশ্বাস করা একান্ত জরুরি সেগুলোকে অবিশ্বাস করাও কুফর।

আরও পড়ুন