কুফর কাকে বলে? কুফর শব্দের অর্থ কি।কুফর কত প্রকার ও কি কি
উপস্থাপনা : কুফর হচ্ছে ঈমানের বিপরীত। এটা মানুষকে তার মনুষ্যত্বের সীমারেখা থেকে হিংস্রতা, অকৃতজ্ঞতা ও জাহেলিয়াতের অন্ধকারে নিক্ষেপ করে। কুফর মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। আর সৃষ্টিকর্তাকে অস্বীকার করার মনোভাব সত্যিই ভ্রান্ত। মানুষ যেহেতু বিবেকসম্পন্ন প্রাণী, তাই তার মধ্যে এ গুণের সঞ্চার কাম্য নয়।
কুফর শব্দের আভিধানিক অর্থ :
الكفر শব্দটি বাবেنصر -এর মাসদার । যা ك -ف - ر এ মাদ্দাহ থেকে গৃহীত। জিনসে صحيح; এর আভিধানিক অর্থ হচ্ছে -
১. جحود الاحسان তথা অনুগ্রহের অস্বীকার করা।
২. جحود النعمه তথা নেয়ামতের অস্বীকার করা ।
৫. ستر الحق তথা সত্যকে গোপন করা ।
৮. نقيض ألإيمان তথা ঈমানের বিপরীত।
৯. نقيض الشكر তথা কৃতজ্ঞতার বিপরীত।
১৩. العصيان তথা অবাধ্যতা ইত্যাদি ।
সংজ্ঞা :- ইসলামি পরিভাষায় আল্লাহ পাকের অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে।
অনুরূপভাবে ইসলামের যেসব মূল বিষয়ের প্রতি বিশ্বাস করা একান্ত জরুরি সেগুলোকে অবিশ্বাস করাও কুফর।