রোজা কখন ফরজ হয় । যেসব রোজার নিয়ত করা ওয়াজিব
রোজা ফরজ হওয়ার সময়কাল :
রমযানের রোযা কখন ফরয হয়েছে এ সম্পর্কে ইমামগণের মাঝে ভিন্ন মত পরিলক্ষিত হয়। যেমন-
আল্লামা ইবনে কাসীর (র) সহ অধিকাংশ আলেম বলেন, হিজরী দ্বিতীয় সনের শাবান মাসে কিবলা পরিবর্তনের ঘোষণা নাযিল করে রোযা ফরয করা হয়। যেমন আল্লাহ তায়ালা বলেন-
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উল্লেখ্য, রমযানের রোযা ফরয হওয়ার আগে আশুরার রোযা ফরয ছিল। হিজরতের পর । أيام البيض-এর রোযা ফরয করা হয়েছে। এর পর রমযানের রোযা ফরয করা হয়েছে এবং صوم ايام بيض ও صوم عاشوراء মানসুখ হয়ে গেছে।
عَنْ جَابِرٍ بنِ سَمُرَةَ أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللهِ (صـ) يَأْمُرُ بِصِيَامٍ عَاشُورَاء وَيُحتُنَا عَلَيْهِ وَيَتَعَاهَدْنَا فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرنَا وَلَمْ يَنْهَاأنا عَنْهُ وَلَمْ يَتَعَاهَدنا
রমযানের রোযা ফরয হওয়ার সময়কাল সম্পর্কে আল্লামা বদরুদ্দীন আইনি (র ) বলেন রোজা দ্বিতীয় হিজরীতে ফরজ হয়েছে। কেননা রাসূলুল্লাহ (স) নবুয়তী জীবনে নয়টি রমযান পেয়েছেন ।
আল্লামা মোল্লা আলী কারী (র) বলেন- হিজরতের আঠারো মাসের মাথায় শাবান মাসে কিবলা পরিবর্তনের পর রমযানের রোযা ফরয করা হয়।
ড. ওয়াহবাতুজ জুহাইলী বলেন- হিজরীর শাবান মাসের ১০ তারিখে পবিত্র মদিনায় রমযান মাসের রোযা ফরয হয় ।