June 29, 2024

কর্মধারয় সমাস কাকে বলে?কত প্রকার।প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ

সমাস বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাসের বিভিন্ন প্রকারের মধ্যে কর্মধারয় সমাস অন্যতম।
সংজ্ঞা : বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান থাকে, তাকে কর্মধারয় সমাস বলে।

কর্মধারয় সমাস এর প্রকারভেদ :কর্মধারয় সমাস চার প্রকার। যথা-
১. উপমান কর্মধারয়।
২. উপমিত কর্মধারয়।
৩. রূপক কর্মধারয়।
৪. মধ্যপদলোপী কর্মধারয়।
কর্মধারয় সমাস উদাহরণ :
পরম যে ধার্মিক = পরমধার্মিকনীল যে অক্ষি = নীলক্ষীরক্ত (বর্ণ) যে কমল = রক্তকমলমহৎ যে পণ্ডিত =মহাপণ্ডিতজন এক = জনৈকসিদ্ধ যে আলু = আলুসিদ্ধ


সম্পূর্ণ পড়ুন