March 17

সরল,জটিল,নিঃস্রাবী টিস্যু সংজ্ঞা,প্রকার।সরল ও জটিল টিস্যু পার্থক্য

সংজ্ঞা :- যে টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিসু বলে।

(toc)Table Of Contens

সরল টিস্যুর প্রকারভেদঃ-

⧉ সরল টিস্যু তিন প্রকার । যথা -

(১) প্যারেনকাইমা (Parenchyma)

(২) কোলেনকাইমা (Collenchyma)

(৩) স্ক্লেরেনকাইমা (Sclerenchyma)

জটিল টিস্যু (Complex Tissue)

সংজ্ঞা:- উদ্ভিদের কতগুলো স্থায়ীকলা দেখা যায়, যার আকৃতি - প্রকৃতি ও গঠন ভাবে পৃথক। কিন্তু যাদের কার্যবলি এক ধরনের অর্থাৎ যারা সমষ্টিগতভাবে কাজ করে, তাদেরকে জটিল স্থায়ী টিস্যু বা( Complex Tissue ) বলে।

জটিল টিস্যুর প্রকারভেদঃ

⧉ জটিল টিস্যু দু'প্রকার। যথাঃ

(১) জাইলেম (Xylem)

(২) ফ্লোয়েম (Pholem)

জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন?

জটিল টিস্যুর অপর নাম পরিবহন টিস্যু। কারণ উদ্ভিদের খাদ্যের কাঁচামাল পাতায় পাঠানো এবং পাতা থেকে তৈরিকৃত খাদ্য পুনরায় প্রতিটি সজীব কোষে পৌঁছানোর কাজ জটিল টিস্যু করে থাকে। অর্থাৎ খাদ্যের কাঁচামাল এবং তৈরিকৃত খাদ্য পরিবহনের কাজ করে বলে জটিল টিস্যুর (Complex Tissue) অপর নাম পরিবহন টিস্যু।

জটিল টিস্যুর গুরুত্ব :-

শারীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক থেকে জটিল টিস্যু বেশ গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল থেকে কান্ড ও তার শাখা প্রশাখা হয়ে শিরা-উপশিরার মাধ্যমে পাতা পর্যন্ত জটিল টিস্যু অবিচ্ছেদ্যাভাবে অবস্থিত।

আরও পড়ুন