August 31

ভাবসম্প্রসারন: পরের অনিষ্ট চিন্তা করে যে জন

মূলভাব : অপরের ক্ষতি করার চিন্তা-ভাবনা করলে পরিণামে তারই ক্ষতি সাধিত হয়।

সম্প্রসারিত ভাব : যারা প্রকৃত ভালো ও মহৎলোক তারা কখনো অপরের অমঙ্গল, অকল্যাণ ও অনিষ্টের চিন্তা করেন না। সাধু ও সজ্জন ব্যক্তিরা সারাজীবন পরের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেদের আত্মসুখ বিসর্জন দেন; এমনকি জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না।

পৃথিবীতে মহাপুরুষগণের জীবনী লক্ষ করলে দেখা যায়, তাঁরা সমগ্র জীবন মানুষের কল্যাণ সাধনে বিলিয়ে দিয়েছেন। মহানবি (স)-এর চলার পথে এক বৃদ্ধা বিদ্বেষমূলক প্রতিদিনই কাঁটা বিছিয়ে রাখত। মহানবি (স) কাঁটার আঘাতে কষ্ট পেলেও বৃদ্ধাকে কোনোদিন গালমন্দ করেননি । একদিন তিনি তাঁর চলার পথে কাঁটা দেখতে না পেয়ে বিস্মিত হন এবং খবর নিয়ে জানতে পারেন যে বৃদ্ধা অসুস্থ। মহানবি (স) তৎক্ষণাৎ বৃদ্ধাকে দেখতে যান এবং তার অসুখের জন্য সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন