November 5, 2023

রোযার শিক্ষা - রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০] 

রোযার শিক্ষা — রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০]

উপস্থাপনা ঃ

রোযা সকল মুসলমানদের জন্য ফরয । ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিন নাম্বার স্তম্ভের নাম রোযা। খোদাভীতির উপযুক্ত পরীক্ষা রোযা। রোযার মাধ্যমে মানুষ আত্মসংযম, আধ্যাত্মিক উন্নতি, খোদাভীতির পরীক্ষাগুলো দিয়ে থাকে ।

রোযার পরিচয় ঃ

রোযা ফারসী শব্দ, রোযার আরবী শব্দ হচ্ছে সিয়াম । রোযার আভিধানিক অর্থ হচ্ছে-বিরত থাকা । ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তায়ালার উদ্দেশ্যে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি ও পানাহার হতে বিরত থাকার নামই রোযা।

রোযা মুসলিমের ঢালস্বরূপ ঃ

রোযা মানুষকে যাবতীয় অপকর্ম হতে দূরে রাখে। মানুষ লোভ-লালসা ক্রোধ ইত্যাদির তাড়নায় বিপদগামী হয় । রোযা মানুষের মন থেকে এসব লালসা দূর করে। তাই হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “রোযা মুসলিমের ঢালস্বরূপ।”

Read more