February 4

হোস্টেলে সিটের জন্য আবেদন পত্র (বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়)

অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যাদের বাসা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে। তাই তারা হোস্টেলে থেকে পড়াশুনা করতে চায়। আর হোস্টেলে থেকে পড়াশুনা করার জন্য অনেক সময় প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হয়। অনেকেই হয়তো জানেনা যে হোস্টেলে সিটের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। তাই তাদের জন্য আজকের পোস্টটি।

হোস্টেলে একটি সিটের বরাদ্দ চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র

তাং ১৫/১২/২০… ইং
বরাবর,
প্রধান শিক্ষক
হেমনগর উচ্চ বিদ্যালয়।
বিষয় : হোস্টেলে সিটের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র, রোল নং ২৭, ক-শাখা। বর্তমান মাসের ১ তারিখে আমার চাকরিজীবী বাবাকে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়েছে। প্রয়োজনের তাগিদে আমাদের পরিবারও খুলনায় স্থানান্তরিত হয়েছে। শহরে আমার এমন কোন আত্মীয়-স্বজন নেই যেখানে আমি অবস্থান করে পড়ালেখা করতে পারি।

আরও দেখুন