জ্ঞানহীন মানুষ পশুর সমান - ভাবসম্প্রসারণ (৩টি)
মূলভাব : জ্ঞান সার্বজনীন তাই মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় জ্ঞান অর্জনের মাধ্যমে। জ্ঞানের আলোয় মানুষের জীবন বিকশিত হয় । তাই জ্ঞান অর্জিত না হলে মানুষ আর পশুতে কোন প্রভেদ থাকে না ।
সম্প্রসারিত ভাব : আল্লাহ মানুষকে ‘আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এ শ্রেষ্ঠত্বের কারণ তার বিবেক বা জ্ঞান, যা পশু বা অন্য কোন প্রাণীর মধ্যে অনুপস্থিত। প্রতিটি মানুষের মাঝেই এ বিবেক সুপ্ত অবস্থায় থাকে। জ্ঞানানুশীলনের মাধ্যমেই তা জাগ্রত করতে হয়। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে জ্ঞানর্জন করতে হবে। অজ্ঞান ব্যক্তির কোন বিবেক নেই। সে পশুর মতই বর্বর। সে ন্যায় অন্যায় কিছুই বোঝে না। আপন অস্তিত্বকে সে টিকিয়ে রাখতে পারে না। অজ্ঞানতার অন্ধকারে ধুকে ধুকে মরে সে। দার্শনিক প্লেটো বলেছেন, “অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মানোই ভাল, কারণ অজ্ঞতা দুর্ভাগ্যের মূল।”
সম্পূর্ণ পড়তে ক্লিক করুন