June 30, 2024

বহুব্রীহি সমাস কাকে বলে?কত প্রকার।প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ

সংজ্ঞা : যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটিরই অর্থ না বুঝিয়ে সমস্তপদে অন্য কোনো ব্যক্তি বা বস্তু পদার্থকে বুঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।

বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • নদী মাতা যার = নদীমাতৃক
  • স্ত্রীর সাথে বর্তমান = সন্ত্ৰীক
  • দৃঢ় প্রতিজ্ঞা যার = দৃঢ়প্রতিজ্ঞ
  • যুবতী জায়া যার = যুবজানি
  • মেঘের মত নাদ করে যে = মেঘনাদ ।

বহুব্রীহি সমাসের শ্রেণিবিভাগ :

বহুব্রীহি সমাস কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন :

১। সমানাধিকরণ বহুব্রীহি :

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।

সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • পীত অম্বর যার = পীতাম্বর
  • ছন্ন মতি যার = মতিচ্ছন্ন
  • দৃঢ় প্রতিজ্ঞা যার = দৃঢ় প্রতিজ্ঞ
  • কৃত অঞ্জলি যৎকৃতক = কৃতাঞ্জলি
  • গৌর অঙ্গ যার = গৌরাঙ্গ
  • দশ আনন যার = দশানন
  • হত ভাগ্য যার = হতভাগা

সম্পূর্ণ পড়ুন