বাংলা নববর্ষ - রচনা [ class 6, 7, 8, 9, 10 ] PDF
উপস্থাপনা :
পৃথিবীর প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষেরই বছরে এক বা একাধিক ধর্মীয় বা সামাজিক উৎসব আনন্দ থাকে। সে ধারামে পৃথিবীর সব দেশেই নতুন বছরের প্রথম দিনটি উৎসবের দিন হিসেবে পালন করা হয়। পৃথিবীব্যাপী এ নববর্ষ কিন্তু একটাবিশেষ দিন, জ্বরামুক্ত।
বিভিন্ন দেশে নববর্ষ :
খ্রিস্টানরা খ্রিস্টাব্দের, মুসলমানরা হিজরি সনের, বাংলাদেশিরা বাংলা সনের হিসেবে নববর্ষ উৎসব পালন করে। কোনো কোনো জাতি তাদের নিজ নববর্ষ সাদামাটাভাবে পালন করলেও ইরান, চীন, রাশিয়া প্রভৃতি দেশে মহা জাঁকজমকের সাথে এ উৎসব পালনের ঐতিহ্য রয়েছে।
বাংলা নববর্ষ :
বাংলা সালের সাথে বাংলা নববর্ষ সম্পর্কিত। মুঘল সম্রাট আকবরের সময় বাংলা নববর্ষের উদ্ভব। এর আগে এ দেশে চান্দ্রবছর হিসেবে হিজরি সন চালু ছিল, কিন্তু হিজরি সন সৌর বছরের প্রেক্ষিতে বছরে ১০/১১ দিন কম বলে ফসলের মৌসুম ও খাজনাদি আদায়ে ঝামেলা দেখা দেয়।
তাই আকবর তার সভাসদ আমীর ফতেহউল্লাহ সিরাজি নামক বিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে সৌর হিসেবে বাংলা সনের পত্তন ঘটান। তখন ছিল ১৫৮৪ খ্রিস্টাব্দ, ৯৬৩ হিজরি।