March 20
শিক্ষা জাতির মেরুদন্ড ভাবসম্প্রসারণ - ৩টি
মূলভাব : শিক্ষা হল একটি জাতির উন্নতির মূল সূত্র।
সম্প্রসারিত ভাব : মেরুদণ্ড মানবদেহের অপরিহার্য অঙ্গ। কোন মানুষের মেরুদণ্ড না থাকলে সে মানুষ দাঁড়াতে, বসতে বা চলতে পারে না। শিক্ষাবিহীন জাতির অবস্থাও তদ্রুপ। শিক্ষার মাধ্যমে সমাজ তাদের সমগ্র উন্নতি এবং সমৃদ্ধি সাধন করছে। যাবতীয় সভ্যতার মূলে এই শিক্ষাই নিহীত রয়েছে।
কোন জাতিই শিক্ষা ছাড়া তাদের ভাগ্য উন্নয়ন করতে পারেনি। শিক্ষার এমন শক্তিধর ক্ষমতা পর্যবেক্ষণ করে বিজ্ঞজনেরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছেন। কারণ, মেরুদণ্ড ছাড়া যেমন কোন মানব সচল থাকে না, তেমনি শিক্ষা ছাড়া জাতির অস্তিত্ব বিপন্ন হয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।
মন্তব্য : একটি জাতির ভবিষ্যৎ কল্যাণ নির্ভর করে শিক্ষার ওপর। জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আবশ্যক ।