March 3

হযরত মুয়াবিয়া (রাঃ) এর জীবনী - PDF

১. নাম ও পরিচয় :-

তাঁর নাম মুয়াবিয়া। উপনাম আবু আবদুর রহমান। পিতা সখর, আবু সুফিয়ান উপনামে প্রসিদ্ধ। মাতা হিন্দা বিনতে উতবা । ৬০৬ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

২. ইসলামগ্রহণ :-

মক্কা বিজয়ের দিন তিনি পিতার সাথে একত্রে ইসলামগ্রহণ করেন। অন্য এক বর্ণনা মতে, তিনি হোদায়বিয়ার সন্ধির সময় ইসলামগ্রহণ করেন; কিন্তু পিতার ভয়ে তা প্রকাশ করেননি।

৩. জেহাদে অংশগ্রহণ :-

তিনি হোনাইন ও তায়েফ যুদ্ধে রাসূল (স)-এর সাথে ছিলেন। হযরত আবু বকর (রা)-এর যুগে তিনি শামের অভিযানসমূহে অংশগ্রহণ করেন এবং ওমর (রা)-এর খেলাফতকালে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন।

৪. ইসলামে তাঁর মর্যাদা :-

ইসলামগ্রহণের পর রাসূল (স) তাঁকে অহী লেখার দায়িত্বে নিযুক্ত করেন। তাঁর পিতার ও তাঁর মন জয়ের জন্য রাসূল (স) হোনাইনের যুদ্ধ হতে একশতটি উদ্ভী ও চল্লিশ আওকিয়া স্বর্ণদান করেন। তাঁর নিকট রাসূল (স)-এর একটি চাদর, একটি জামা, কয়েকটি চুল এবং কিছু নখের কাটা অংশ সংরক্ষিত ছিল।

৫. রাসূলের সাথে সম্পর্ক :-

ক. ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষের দিক থেকে তিনি রাসূল (স)-এর বংশের লোক ।

"খ. রাসূলের শ্যালক । তাঁর বোন উম্মে হাবীবাকে রাসূল (স) বিবাহ করেন।

গ. মহানবী (স)-এর কাতেবে অহীর অন্যতম সদস্য ছিলেন।

আরও পড়ুন