March 9
নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে - ১০ টি বাক্য
উপস্থাপনা : নেফাকী আচরণ ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক। তাই মুনাফিকরা ইসলামের চিরশত্রু। নেফাকী আচরণ সামাজিক জীবনে মারাত্মক ক্ষতিসাধন করে। নিম্নে কুরআন ও হাদীসের আলোকে এ ব্যাপারে আলোচনা পেশ করা হলো।
নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে - ১০ টি বাক্য :-
নেফাক এমন এক ব্যাধি, যার কুফল গোটা সমাজকে কলুষিত করে তোলে। সামাজিক জীবনে এর কুফল অত্যন্ত মারাত্মক এবং মানবতা বিধ্বংসী। নিম্নে এর কুফলের কয়েকটি দিক তুলে ধরা হলো। যেমন-
১. নেফাকী চরিত্র তথা মিথ্যাচার, খেয়ানত, ঝগড়া, অশ্লীল উক্তি, ওয়াদা ভঙ্গ ইত্যাদি বিষয় স্বাভাবিকভাবেই সামাজিক জীবনে অশান্তি ডেকে আনে।
২. নেফাক সামাজিক কাঠামো ও বন্ধন ধ্বংস করে দেয়।
৩. সামাজিক শৃঙ্খলা ও নীতিবোধ ধ্বংস করে কোন্দল উসকিয়ে দেয়।
৪. মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবীয় মূল্যবোধকে বিনষ্ট করে সমাজজীবনে নৈরাজ্য সৃষ্টি করে।