July 2
ঐচ্ছিক ও অনৈচ্ছিক,হৃদ ও অস্থিপেশী,ডেনড্রাইট ও অ্যাক্সন পার্থক্য,কাজ
ডেনড্রাইট ও অ্যাক্সনের কাজ :
ডেনড্রাইটের কাজ (Dendrites work) : কোষদেহের চতুর্দিক থেকে উৎপন্ন কৈশতন্তুকে ডেনড্রাইট বলে। এসব কৈশতন্তুর মাধ্যমে কোন বাহ্যিক জ্ঞানেন্দ্রীয় বা অভ্যন্তরীণ অঙ্গ থেকে উদ্দীপনা বা স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত করে।
অ্যাক্সনের কাজ (Axon work) : নিউরনের 'অ্যাক্সন' নামক সাইটোপ্লাজমীয় কৈশতন্তু একটি নিউরনের দেহ থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহণ করে। এভাবে অ্যাক্সন গৃহীত উদ্দীপনার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির জন্য কাজ করে।