July 2

ঐচ্ছিক ও অনৈচ্ছিক,হৃদ ও অস্থিপেশী,ডেনড্রাইট ও অ্যাক্সন পার্থক্য,কাজ

ডেনড্রাইট ও অ্যাক্সনের কাজ :

ডেনড্রাইটের কাজ (Dendrites work) : কোষদেহের চতুর্দিক থেকে উৎপন্ন কৈশতন্তুকে ডেনড্রাইট বলে। এসব কৈশতন্তুর মাধ্যমে কোন বাহ্যিক জ্ঞানেন্দ্রীয় বা অভ্যন্তরীণ অঙ্গ থেকে উদ্দীপনা বা স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত করে।

অ্যাক্সনের কাজ (Axon work) : নিউরনের 'অ্যাক্সন' নামক সাইটোপ্লাজমীয় কৈশতন্তু একটি নিউরনের দেহ থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহণ করে। এভাবে অ্যাক্সন গৃহীত উদ্দীপনার উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির জন্য কাজ করে।

ডেনড্রাইট এবং অ্যাক্সনের মধ্যে পার্থক্য

আরও পড়ুন