একটি স্মরণীয় ঘটনা - রচনা
ভূমিকা:
মানবজীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কোনোদিন ভোলা যায় না। এমন একটি ঘটনা আমার বাবার জীবনেও স্মরণীয় হয়ে আছে। ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। তিনি আমাকে তাঁর জীবনের সেই ঘটনা একদিন বর্ণনা করেন।
ঘটনার বিবরণ:
বাবার বর্ণনায় ফুটে ওঠে ঘটনাটি এভাবে— সেদিনের সে ভয়াল স্মৃতি মনে হলে আজও গায়ে কাঁটা দেয়। ১৯৭১ সাল । সারা দেশে ভয়াবহ অবস্থা। পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড, নারীনির্যাতন ও ধ্বংসলীলার তাণ্ডব চলছে। ক্রমান্বয়ে তারা বড় শহর থেকে ছড়িয়ে পড়ছে মফস্বল শহরে । হঠাৎ শুনলাম তারা আমাদের পিরোজপুর শহরে এসে গেছে ।
প্রতিদিন তাদের অত্যাচারের লোমহর্ষক ঘটনায় সবাই ভীত হয়ে উঠতে থাকে । শহর ছেড়ে পাকিস্তানি সেনারা গ্রামেও নেমে গেছে । তারা নির্বিচারে সাধারণ মানুষকে মারছে। নারীদের ওপর পাশবিক অত্যাচার চালাচ্ছে। ঘর-বাড়ি পুড়িয়ে দিচ্ছে। এক ভয়াল রাহুগ্রাস যেন আমাদের চারদিক থেকে ধেয়ে আসছে। সবাই উদ্বিগ্ন ৷