রচনা : পরীক্ষায় দুর্নীতি ও তার প্রতিকার
উপস্থাপনা :
বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা পরীক্ষায় দুর্নীতি । পরীক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে গোটা শিক্ষা ব্যবস্থা আজ কলুষিত। পরীক্ষার দুর্নীতি রোধ করা না গেলে একটি সুশীল ও সুশিক্ষিত জাতির প্রত্যাশা করা যাবে না।
পরীক্ষায় দুর্নীতি শুরু :
স্বাধীনতা পূর্ব বাংলাদেশে পরীক্ষায় তেমন অসাধুতা ছিল না। ১৯৭১ সালে বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে । সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের দুর্বল প্রশাসনিক কাঠামোর ভেতর ১৯৭২ সালে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে এ বছর পরীক্ষার নামে চলে নির্লজ্জ নকলবাজি। এরপর থেকে পরীক্ষায় নকলবাজি, টোকাটুকি তথা দুর্নীতি প্রবণতা গোটা জাতিকে পেয়ে বসেছে।
নকল প্রবণতা ও বাংলাদেশ :
পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশের মতো নকল প্রবণতা পৃথিবীর আর কোনো দেশে নেই। এ সকল প্রবণতার কারণেই এদেশের লোক কর্ম ক্ষেত্রে অযোগ্য। চাকুরীর ক্ষেত্রে নিজস্ব ধ্যান-ধারণা, চিন্তা-চেতনার বড় অভাব। পরীক্ষাকেন্দ্র থেকেই দুর্নীতির আশ্রয় নিয়ে কর্মক্ষেত্রেও এর আশ্রয়ে প্রবেশ করে। নকল প্রবণ লোক সর্বক্ষেত্রেই দুর্নীতির আশ্রয় করে চলে । এ সকল লোক দেশটাকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।