ছাত্র জীবন - বাংলা রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10]
উপস্থাপনা :
জ্ঞানের কোনো সীমা নেই, শিক্ষার কোনো শেষ নেই। সারা জীবনই মানুষকে শিখতে হয়। তবুও অজানার মর্মব্যথা নিয়ে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হয়। এতদসত্ত্বেও মানুষ তার জীবনের একটি অংশ বিশেষভাবে শুধু লেখাপড়ার জন্য ব্যয় করে। জীবনের যে সময়টুকু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য ব্যয় করা হয়, সে সময়কে ছাত্রজীবন বলা হয়।
ছাত্র কথাটির তাৎপর্য :
ছাত্র কথাটির ইংরেজি প্রতিশব্দ Student. এ শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায় S দিয়ে Study (অধ্যয়ন), T দিয়ে Truthfulness, (সত্যবাদিতা), U দিয়ে Unity, (একতা), D দিয়ে Discipline, (নিয়মানুবর্তিতা), E দিয়ে Economy (মিতব্যয়িতা), N দিয়ে Nationality (জাতীয়তা), T দিয়ে Training (প্রশিক্ষণ) শব্দগুলো পাওয়া যায়। শব্দটি বিশ্লেষণে ছাত্রদের দায়িত্বের কথা বলা হয়েছে।
ছাত্রজীবনের মূল্য :
ছাত্রজীবনের মূল্য অত্যধিক। এ সময়টা মানবজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্রজীবনকে বীজ বপনের সময় বলা হয়। এ সময় যে যেমন বীজ বপন করবে সে তেমন ফল পাবে। এ সময় যে ছাত্র নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া করবে তার জীবন হবে সুন্দর, ভবিষ্যৎ হবে উজ্জ্বল ।