July 1

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রচনা (২০ পয়েন্ট)

উপস্থাপনা :

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বের অযাচিত কাজের ফসল জলবায়ু পরিবর্তন, যার কারণে আজ জীববৈচিত্র্য হুমকির মুখে। পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধিই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। আর বাংলাদেশের বর্তমান বাস্তবতায় জীববৈচিত্র্য সংরক্ষণ একটি সময়ের দাবি। কেননা সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্য হুমকির মুখে ।

জলবায়ু :

কোনো অঞ্চলের বায়ুর চাপ, বায়ুর তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির দীর্ঘদিনের কমপক্ষে ৩০-৩৫ বছরের অবস্থাকে উক্ত অঞ্চলের জলবায়ু বলা হয়। এটি কোনো অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলোর কমপক্ষে ৩০ থেকে ৩৫ বছরের গড় অবস্থানকে বোঝায়। কোনো স্থানের আবহাওয়ার অবস্থান অস্থায়ী কিন্তু জলবায়ুর অবস্থান স্থায়ী। কোনো দেশ বা অঞ্চলের আবহাওয়ার উপাদানসমূহ যেমন : উত্তাপ, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি উপাদানের তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়। সেগুলো হলো- উষ্ণমণ্ডল, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, মৃদু শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরুদেশীয় এবং উচ্চ পার্বত্য ভূমি।

জলবায়ু পরিবর্তনের স্বরূপ ও কারণ :

বিশ্বে প্রতিনিয়ত বৃক্ষনিধন, শিল্প-কারখানা স্থাপন, দূষণ ও নগরায়ণ ঘটছে। ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বনসহ মারাত্মক গ্যাস বৃদ্ধি পাচ্ছে। এসব গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তরের অবরণ ক্ষতিগ্রস্ত হয়। এতে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রভাব বিস্তার করে। এভাবে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, ওজোন আবরণের ক্ষয়বৃদ্ধি ইত্যাদি কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে। ফলে বদলে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

আরও পড়ুন