October 25
দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর-সংজ্ঞা,উদাহরণ,পার্থক্য ও বৈশিষ্ট্য
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমরা যে বিষয় গুলো শিখতে পারবে, দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণী কাকে বলে? দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর উদাহরণ, বৈশিষ্ট্য ও পার্থক্য। বিস্তারিত নিচে আলোকপাত করা হলো -
দ্বিস্তরী প্রাণী কাকে বলে ?
যে সব প্রাণীর ভ্রূণে দুটিমাত্র কোষস্তর, যেমন- এক্টোডার্ম ও এন্ডোডার্ম থাকে, সেগুলোকে দ্বিস্তরবিশিষ্ট বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী বলে । এ দুই স্তরের মাঝে অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া (mesogloea) থাকে । Cnidaria পর্বের সব প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট ।