রচনা : ইসলামে মানবাধিকার / ইসলাম ও মানবাধিকার
উপস্থাপনা:
বর্তমান বিশ্বে ‘মানবাধিকার’ একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। সমাজতন্ত্রের বিপর্যয় এবং গণতন্ত্রের জয়যাত্রার পর মানবাধিকার আজ আলোচনার মুখ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বিশ্বধর্ম হিসেবে ইসলামী জীবনব্যবস্থা বিশ্বজনীন এ মানবাধিকারের সাথে পুরোপুরিভাবে সঙ্গতিপূর্ণ। ইসলাম শুধু বিধিবিধান, ধর্মতত্ত্ব এবং শাসননীতি সম্পর্কে আলোচনা করেনি; বরং মানবিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধেও শিক্ষা দিয়েছে।
১. পাশ্চাত্যে মানবাধিকার :
আমরা জানি, পাশ্চাত্য সমাজে মানবাধিকারকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে তারা মানবাধিকার বিষয়ে যথেষ্ট সচেতনতা দেখালেও বাস্তবে সেখানে বর্ণবৈষম্য, পেশা এবং নৃতাত্ত্বিক সম্পর্কের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। যেমন- নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ববরেণ্য নেতাকে জীবনের অধিকাংশ সময়ই কাটাতে হয়েছে কারাগারে। শুধু বর্ণের কারণে।