January 8, 2024

বাংলা প্রবন্ধ রচনা - মোবাইল ফোন । PDF

উপস্থাপনা ঃ

মানব জীবনে বিজ্ঞানের অবদান বিস্ময়কর ও সীমাহীন। সভ্যতার ক্রমবিকাশে বিজ্ঞান যে অবদান রেখেছে তার তুলনা নেই। বিজ্ঞানের বিস্ময়কর অবদানগুলোর মধ্যে অন্যতম প্রধান অবদান মোবাইল ফোন। মোবাইল ফোন গোটা বিশ্বটাকে যেন হাতের মুঠোয় পুরিয়ে দিয়েছে।

এটি মানুষের জীবনযাত্রাকে সহজতর করেছে এবং তার তৎপরতাকে ত্বরান্বিত করেছে। মানুষ মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সংবাদটি মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে এবং আপনজনের সাথে দূরে বসেও যেন একান্ত ঘরোয়াভাবে কথা বলছে।

মোবাইল ফোন কি? ঃ

মোবাইল ফোন বেতার, টেলিফোন ও টেলিগ্রামের নতুন সংস্করণ মাত্র। তবে এর সাথে কম্পিউটারের যোগসূত্র রয়েছে। মোবাইল ফোন হাতে বা সাথে রাখার অতিক্ষুদ্র একটি ইলেক্ট্রনিক যন্ত্র, যা বিদ্যুৎ শক্তি চালিত অতিশক্তিমান যন্ত্র । এ যন্ত্রটির সাথে ক্ষুদ্র এন্টেনা সংযুক্ত থাকে, যার শক্তি নিজস্ব নেটওয়ার্কের বাইরে অকার্যকর। মোবাইল ফোনে কথা বলা মাত্র তা নিজস্ব নিটওয়ার্কের অন্য মোবাইলে শোনা যায় এবং অতিসহজে মত বিনিময় ও আদান-প্রদান চলে ।

Read more