বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন - প্রবন্ধ রচনা
ভূমিকা :
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। যুগ যুগ ধরে বহু জাতি এদেশে এসেছে ও রাজত্ব করেছে। প্রাচীনকালের বহু কীর্তি যেমন-দালানকোঠা, মূর্তিস্তম্ভ, দেয়াল কিংবা পাথরে খোদাই করা লেখা, দীঘি, পুকুর ইত্যাদি বর্তমানে ঐতিহাসিক স্থান নামে চিহ্নিত।
বাংলাদেশের উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শনসমূহ :
বাংলাদেশে বহু উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে। কুমিল্লার ময়নামতি ও লালমাই এর পুরাকীর্তি, রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধ সভ্যতার প্রাচীন দালানের ধ্বংসাবশেষ, মহাস্থানগড়, চট্টগ্রামের বৌদ্ধ ও মগ রাজাদের কীর্তি, সিলেটের শাহজালালের দরগাহ, ময়মনসিংহের মধুপুরের গড়, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ,
দিনাজপুরের কান্তজির মন্দির ইত্যাদি ঢাকার বাইরে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। ঢাকায় অবস্থিত লালবাগের কেল্লা, বড় কাটরা, ছোট কাটরা, সোনারগাঁ, পরীবিবির মাজার, আহসান মঞ্জিল, হোসেনী দালান ইত্যাদি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। এসব ঐতিহাসিক নিদর্শন বাংলাদেশের গৌরব। নিচে বিখ্যাত কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বিবরণ তুলে ধরা হলো।