November 30
এককের আন্তর্জাতিক পদ্ধতি কি? মৌলিক এককসমূহ ও এর সুবিধা
দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকে মাপের প্রচলন ছিল। এই মাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। যেমন- কিছু কাল পূর্বেও আমাদের দেশে ভরের একক হিসাবে মণ, সের ইত্যাদি চালু ছিল। দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি এখনও প্রচলিত আছে।
বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপে একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে, এই তাগিদ থেকেই ১৯৬০ সালে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় “এককের আন্তর্জাতিক পদ্ধতি” (International system of units) বা সংক্ষেপে এস. আই (SI)।