শীতকাল ও শীতের সকাল সম্পর্কে : ১৫টি করে বাক্য
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। শীতকাল হলো পঞ্চম ঋতু। এখানে শীতকাল ও শীতের সকাল সম্পর্কে ১৫টি করে বাক্য তৈরী করে দেখানো হয়েছে।যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।
শীতকাল সম্পর্কে ১৫টি বাক্য :
১। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই ষড়ঋতুু মধ্যে পঞ্চম ঋতু হলো শীতকাল।
২। হেমন্তের পরেই শীতকাল আসে হিমশীতল কুয়াশার চাদর জড়িয়ে। পৌষ ও মাঘ এ দুমাস শীতকাল।
৩। শীতের সময় উত্তর দিক থেকে হিমেল বাতাস বয়ে বেড়ায়। ফলে প্রকৃতি বৃদ্ধের মতো জড়োসড়ো হয়ে পড়ে।
৪। শীতকালে বেশ ঠান্ডা পরে। ফলে ঘুমাতে গেলে লেপ, কম্বল ইত্যাদি মুড়ি দিয়ে ঘুমাতে হয়।
৫। শীতকালে অনেক কুয়াশা পড়ে। ফলে ভোর ও রাতের বেলা চারিদিকে কুয়াশায় ঢেকে যায়।
৫। শীতকালে গ্রাম বাংলায় সকালে অনেকে খড় বা শুকনো পাতা পুড়িয়ে আগুন পোহায়।
৬। শীতকালে প্রকৃতির মাঝে যেন এক রিক্ততার ভাব বিরাজ করে। গাছের পাতা ঝড়ে যায়। বৃষ্টিপাত কমে যায়।
৭। শীতকালে প্রচুর শাকসবজি উৎপন্ন হয়। চাষিরা আমনধান ঘরে তোলে।